× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

০৫ জানুয়ারি ২০২৩, ০৬:০৩ এএম

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মোঃ আব্দুল করিমকে (৬৩) বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত আগের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে বিকেল ৩টার দিকে তাকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের আগের একটি মামলায় এই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ (পাঁচ) দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

এর আগে গত বছরের ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্র বিরোধী শ্লোগান, যান চলাচল ও সরকারি কাজে বাধা এবং নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে পুলিশ মামলাটি করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.