× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিহাতীতে রাতের আধাঁরে বালু বিক্রির মহোৎসব

টাঙ্গাইল প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ১০:১৮ এএম

টাঙ্গাইলের কালিহাতীর সহদেবপুর ইউনিয়নের ভুক্তা এলাকায় নদী খনন প্রকল্পের উত্তোলনকৃত সরকারি বালু রাতের আধাঁরে বিক্রির অভিযোগ ওঠেছে। 

সরেজমিনে দেখা যায়, কালিহাতী উপজেলার ভুক্তা এলাকায় পুংলী নদী থেকে উত্তোলিত সংরক্ষিত সরকারি বালু স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় এমপির আস্থাভাজন তোফাজ্জল হোসেন রাতের আধারে বালু বিক্রি করছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তিনি প্রতি রাতেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে করে সহজেই ওই প্রভাবশালী মহলটি আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাচ্ছেন । অন্য দিকে লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসনকে জানিয়েও কোন প্রতিকার হচ্ছে না। ফলে স্থানীয়রা ওই প্রভাবশালী মহলের বিরুদ্ধে মুখ খুলতেও রাজি হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বালু বিক্রির কারণে নদী পাড়ের কয়েকশত বসতবাড়ি ও শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। 

স্থানীয় একটি সূত্র জানান, তোফাজ্জল  হোসেন প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে নদীর বালু বিক্রি করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো হয়। 
  এ সময় তোফাজ্জল হোসেন বলেন, সবাইকে ম্যানেজ করেই বালু বিক্রি করছেন।

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন মুঠোফোনে জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। কেও যদি বালু বিক্রি করে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.