× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুলিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আশুলিয়া প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ০১:০৭ এএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো.আব্দুর রহমান (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে এক হাজার তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ১২টায় এ তথ্য নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান। এর আগে, শনিবার রাত ১১টার দিকে আশুলিয়া থানাধীন ডেন্ডাবর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো.আব্দুর রহমান (৩৬) মানিকগঞ্জের দৌলতপুর থানার মুন্সীকান্দি গ্রামের মো. আবুল কালামের ছেলে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান বলেন, রাতে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া শাপলা মসজিদের পাশে আরিফ হোসেনের মালিকানাধীন বাড়ির সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় এএসআই ফয়সাল মুরাদকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করি। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি আব্দুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ নয়শত টাকা। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.