× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে আরেক দফা জিনিসপত্রের দাম বাড়বে

রংপুর ব্যুরো

১৫ জানুয়ারি ২০২৩, ১৮:০০ পিএম

পুঁজিপতিদের স্বার্থ না দেখে জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট নেতারা।

নেতৃবন্দ মনে করছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের কারণে সকল জিনিসের দাম আরেক দফা বাড়বে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও কষ্টের সম্মুখীন হতে হবে কৃষকসহ নিম্নআয়ের মানুষজনকে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে এই দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

সমাবেশে জোটের রংপুর জেলা সমন্বয়ক ও বাসদের (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ রংপুর জেলার আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সিপিবি রংপুর জেলা সংসদের নেতা নীরব সরকার, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ।
সরকারি লুটপাটের ঘাটতি পূরণে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে অভিযোগ তুলে জোট নেতৃবৃন্দ বলেন,  চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে মানুষ ভীষণ কষ্টে আছে।
তার উপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে সকল জিনিসের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। মানুষের কষ্টের আর সীমা-পরিসীমা থাকবে না।
সরকার এবং সরকারের ছত্রছাঁয়ায় যে লুটপাট হচ্ছে, সেই ঘাটতি পূরণ করার জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের কাছ থেকে তা আদায়ের ব্যবস্থা করেছে সরকার।

বক্তারা বলেন, ভোটারবিহীন অবৈধ সরকারের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। পুঁজিপতিদের স্বার্থ রক্ষাই তাদের একমাত্র কাজ।
তাই বাঁচার জন্য এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে সর্বস্তরের জনগণকে লড়াইয়ে নামতে হবে।
সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের স্বাক্ষর ও মতামত লিপিবদ্ধ করেন।
এতে শিক্ষক, ছাত্র, রাজনীতিক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অংশ নেন।   

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.