দিনাজপুরে গণহত্যা ও জাদুঘর আয়োজিত এই অঞ্চলে ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনী দেশের নিরীহ জন সাধারনের উপর গণহত্য-নির্যাতন করেছে।
ওইসব স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধ ১৯৭১ এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ১১ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত দিনাজপুর শহরে কালিতলাস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনাজপুর-এ ১৯৭১ মুক্তিযুদ্ধে গণহত্যা ও পাক বাহিনীর নির্যাতনের তথ্য বিষয়ক স্মৃতি বিজড়িত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এর আয়োজনে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১ শীর্ষক নবম প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ ̈মিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সহযোগীতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘরের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব অধ্যাপক মো. জহির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রশিক্ষণ কোর্স পরিচালক অধ্যক্ষ মোজাম্মেল হক বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম।সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই ধরনের প্রশিক্ষণ কোর্স আয়োজনের জন্য গণহত্যা জাদুঘরের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ কোর্স রাজধানী থেকে অনেক দূরে অনুষ্ঠিত হওয়াতে দেশের সামাজিক ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের স্থানীয় ইতিহাস চর্চায় বিরাট পরিবর্তন আসবে।
সেই সাথে নতুন প্রজন্ম দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এ জন্য এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য তিনি দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। মুনতাসীর মামুন তাঁর বক্তব্য গণহত্যা জাদুঘরের সকল কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, গণহত্যা জাদুঘর জেলা জরিপ ও অনুসন্ধারে মাধ্যমে গণহত্যার ইতিহাসচর্চা বদলে দিচ্ছে।
গণহত্যা তথা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য এই ধরনের গবেষণা কার্যক্রম সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, গণহত্যা জাদুঘর প্রতিষ্ঠার শুরু থেকেই বিভিন্ন সৃজনশীল উপায়ে মুক্তিযুদ্ধ ও গণহত্যার ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেয়ার কাজ নিরন্তর করে যাচ্ছে। এরই একটা অংশ হিসেবে মুক্তিযুদ্ধের জাদুঘর এই জেলায় আয়োজন করে মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর মাধ্যমে নতুন প্রজন্মকে প্রকৃত ঘটনা ও মুক্তিযুদ্ধের ইতিহাস অবহিত করতে সক্ষম হচ্ছে। যেখানে গবেষণার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। এখন পর্যন্ত দেশের প্রায় সকল জেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস নিয়ে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ অংশ গ্রহন করেন।
© 2023 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh