× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দুর্গম সাজেক উদয়পুরে শীতবস্ত্র বিতরণ সেনাবাহিনীর

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

১৫ জানুয়ারি ২০২৩, ০৯:৫৬ এএম

পাহাড়ের শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় শীতার্ত, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। 

রোববার (১৫ জানুয়ারি) ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইসিবি’র সহযোগিতায় সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন সাজেক উদয়পুর সিমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

এ সময় দুঃস্থ ও অসহায় ২৫০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ২০ ইসিবি সেনা ক্যাম্প অধিনায়ক মেজর এইচ এম ইকরামুল হক।

মেজর এইচ এম ইকরামুল হক জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী আর্ত- মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় সেনা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন ও যেকোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরো জানান, ‘এ কর্মসূচি ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।’

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.