× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোংলায় ৫০০ টন সার নিয়ে জাহাজডুবি

মোংলা প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৩, ০৩:১৪ এএম

ফাইল ছবি

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ৫০০ মেট্রিক টন সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে জাহাজটির আট কর্মীকে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশি একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি শাহজালাল এক্সপ্রেস।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এ তথ্য জানিয়ে বলেন, জাহাজটি মূল চ্যানেলে ডুবলেও ওই পথ দিয়ে নৌ-চলাচল স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বন্দর চ্যানেলের হারবাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ মেট্রিক টন সার (এমওপি) নিয়ে ছেড়ে আসে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস।

কার্গো জাহাজটি খুলনার শিরোমনি যাওয়ার পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে আট নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পিছনে ধাক্কা খায়। এতে কার্গো জাহাজটি উল্টে সেখানেই ডুবে যায়।

হারবার মাস্টার বলেন, ডুবে যাওয়া জাহাজটির ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ ছিল। বুধবার সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করার জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। 

এমভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের খুলনার ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ডুবে যাওয়া জাহাজের সাত জন নাবিক ও একজন নিরাপত্তা কর্মীকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা।

তারা পাশে থাকা এমভি নয়ন শয়ন ও মাহমুদ রায়হান কার্গো জাহাজে রয়েছেন বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.