পটুয়াখালীতে ম্যক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও এসডিএ'র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাইট টু প্রকল্প নাগরিকদের ওয়াস,পুষ্টি ও স্বস্থ্য সেবা সংক্রান্ত তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক মেলার উদ্বোধন এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় পটুয়াখালী সদর উপজেলায় ম্যক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও এসডিএ'র আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান মেলার উদ্বোধন করেন ।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল , এসডিএ নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাসুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ হেমায়েত উদ্দিন, কালিকা পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালমা জাহান, ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিনিধি মতিউর রহমান সহ অন্যান্য নের্তৃবৃন্দ।
রাইট টু গ্রো প্রকল্প এর নাগরিকদের ওয়াস,পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক মেলায় মোট ৮ স্টল এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।