প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাৎকারী ভুয়া এনজিও’র ম্যানেজারসহ ৬ জনকে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার রাতে নাচোল পৌরএলাকার মাষ্টারপাড়ায় র্যাবের একটি দল অভিযুক্তদের আটক করে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তোকির জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় জেলার নাচোল পৌরএলাকার মাষ্টারপাড়ায় কথিত “বিসিফ” নামে একটি ভূয়া এনজিও’র অফিসে অভিযান চালায়।
তিনি আরো জানান, এসময় এক কোটি টাকাসহ এসময় ৫’শ পাশবই, ১৪ টি চেক/ লোন রেজিষ্ট্রার, ২’শ টি ব্যাংকের চেক ও ১০টি ভুয়া সীল জব্দ করা হয়।
এ ব্যাপারে নাচোল থানায় মামলা দায়েরের পর আজ বুধবার তাদেরকে জেলহাজতে সোপর্দ করা হয়।