× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গহীন অরণ্যে অস্ত্র ও মাদক তৈরির কারখানার সন্ধান

কক্সবাজার প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ এএম

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও মাদক তৈরির একটি  কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ২৪ জানুয়ারী  (মঙ্গলবার) বিকাল ৪ টার সময় উপজেলার  হোয়ানক ইউনিয়নের পানির ছড়া এলাকার বারইখইল্লা ঘোনার গহীন পাহাড়ের ওই অস্ত্রের কারাখানায় মহেশখালীর থানার ওসি প্রণব চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়।  এসময় চোলাই মদ জব্দ করে পুলিশ।  অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।

মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উদ্ধার অস্ত্রের তৈরির সরঞ্জাম মধ্যে রয়েছে, লেদ মেশিন, দেশীয় তৈরীর অস্ত্রের স্প্রিং, কার্তুজের পিলেট, অস্ত্র তৈরীর লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, অস্ত্রের কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ, কার্তুদের খোসা ইত্যাদি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি। উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ অস্ত্রের বিভিন্ন সরঞ্জামাদিসহ

উক্ত কারখানায় পূর্বে প্রস্তুতকৃত ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আশে পাশের পানের বরজে কর্মরত লোকজনের সাথে কথা বলে জানা যায় উক্ত অস্ত্র এবং মাদক কারখানার সাথে স্থানীয়, রবিউল হোসেন প্রঃ রবি (৩৫), মনির (৩০), মানিক জড়িত।

তিনি জড়িত গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.