× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড়ে দু’পক্ষের গোলাগুলিতে জেএসএস সদস্য নিহত

রাঙামাটি প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৩, ১১:০৯ এএম

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ে দুই আঞ্চলিক দলের গোলাগুলিতে জেএসএসের এক কর্মী নিহত হয়েছেন। 

গতকাল বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় জেএসএসের (সন্তু লারমা) সদস্য সম্রাট ( ৩২) নিহত হয়েছেন। 

রাতে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

ওসি বলেন, রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় জেএসএস (সন্তু লারমা) এবং এমএনপি (মগ) পার্টির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ টহলদল ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করে। রাত ১১টার দিকে তার লাশ চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে।

উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন নিহত হয়েছেন। 

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.