× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলপড়ুয়া কন্যাকে ধর্ষণের মামলায় সৎ বাবার যাবজ্জীবন

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৩, ১৭:২৭ পিএম

ঝিনাইদহের মহেশপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। জানা গেছে, ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণীর ঐ ছাত্রী দন্ডওপ্রাপ্ত আসামীর সৎ পিতা। 

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামী মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের জয়নাল আবেদীন।

রায়ের বিবরণে জানা যায়, প্রথম স্বামীর সাথে বনীবনা না হওয়ায় শিশু কন্যাকে নিয়ে অভিযুক্ত জয়নাল আবেদীনের সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোজিনা বেগম। বিয়ের পর স্বামীর সাথে মহেশপুরের স্বরুপপুর গ্রামে রোজিনা বাবার বাড়িতে বসবাস করতে থাকে। প্রতিদিনের মত সকালে হাটতে বের হয় রোজিনা বেগম। বাড়িতে ফিরে দেখে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করছে জয়নাল আবেদীন। পরে অন্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

ঘটনার দিন ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে জয়নাল আবেদীনের বিরুদ্ধে মহেশপুর থানায় রোজিনা বেগম বাদী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করে। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ দুপুরে আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক। রায়ের পর আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.