× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাকে গুলিবর্ষণের ঘটনায় রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের প্রতিবাদ

রাঙামাটি প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫ পিএম

রাঙামাটিতে চাঁদার দাবিতে কাঠ বোঝাই ট্রাকে গুলি ও স-মিলে অগ্নিসংযোগের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আগামী এক সপ্তাহের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। বৃহষ্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়কে এ সমাবেশ করা হয়। এ সময় সড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। 

চট্টগ্রাম রাঙামাটি ট্রাক মালিক সমিতির সভাপতি সাব্বির আহমেদ ওসমানীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম -রাঙামাটি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী, মিনি ট্রাক পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক টিটু বিশ্বাস, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাঙামাটি অটোরিক্সা চালক সমিতির সহ-সভাপতি আবুল কালাম চুংকু সহ বিভিন্ম পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীদের অপতৎপরতায় সাধারণ শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁদাবাজির কারণে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য গতকাল বুধবাট রাঙামাটিতে চাঁদার দাবীতে কাঠ বোঝাই ট্রাকে গুলি বর্ষন ও রাজবাড়ী স মিলে অগ্নি সংযোগ করে অস্ত্রধারীরা।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.