× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ইকতিয়ার চৌধুরী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৩, ১৯:১০ পিএম

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার-২০২২ পেলেন উল্লাপাড়ার কৃতি সন্তান কথা সাহিত্যিক, সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ইকতিয়ার চৌধুরী। তিনি পুরস্কার পেয়েছেন ভ্রমন কাহিনী/আত্মজীবনী/ স্মৃতিকথা ক্যাটাগরিতে। ১৯৫৪ সালে ইকতিয়ার চৌধুরী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামগাঁতী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কবি চৌধুরী ওসমান এবং মা হামিদা সুলতানা।

ইকতিয়ার স্থানীয় সলপ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। উচ্চ মাধ্যমিক পাস করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কর্মজীবনে সর্বশেষ স্পেনের রাষ্ট্রদূত ছিলেন।

তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রামকৃষ্ণ মিশন রোডে বসন্ত, যমুনা সম্প্রদায়, সোনালী জীবনের ভোর, ভ্রমন কাহিনী দশপ্রান্ত দশ দিগন্ত, বিদেশ সোনালী দিনে, ক্যাসিপিকে পাঁচ রজনীসহ মোট ২০টি গ্রন্থ রয়েছে।

মাতৃভাষা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে তিনি ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি থাকাকালীন কূটনৈতিক লড়াইয়ে একজন অন্যতম অংশীদার।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.