× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৩ এএম

গাইবান্ধায় অটোরিকশার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে  ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা  সদর উপজলার কুপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার কিশামত হামিদ গ্রামের খবির উদ্দিনের ছেলে ।

স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় এক অটোরিকশা ২ যাত্রী নিয়ে লক্ষীপুর বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনের দিক দিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটানাস্থলেই রফিকুল ইসলাম নামে অটোরিকশার এক যাত্রী মারা যান। এতে অটোরিকশার চালক আহত হন। আহত অবস্থায় অটোচালককে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করে । এসময় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে আছে। লাশ নিহত স্বজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকের ড্রাইভারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.