× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দম্পতির ভাঙা সংসার জোড়া লাগিয়ে দিলেন আদালত

ফেনী প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮ পিএম

ফেনীতে এক দম্পতির তালাক হয়েছে প্রায় দুই মাস আগে। আদালতে বিচারাধীন এমন বিষয় নিয়ে স্থানীয় সালিশদাররা দেনমোহর ও খোরপোষ নির্ধারণ করে সামাজিকভাবে নষ্পত্তি করেন। ভেঙে যাওয়া এমন একটি সংসারের জোড়া লাগিয়ে দিয়েছেন আদালতের বিচারক। 

ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সিরাজ উদ্দিনের দেয়া এই রায় ওই দম্পতিকে আবারও একসঙ্গে জীবন কাটানোর সুযোগ করে দিলো। এসময় মামলার বাদী-বিবাদী, আইনজীবী ও পরিবারের সদস্যরা আপ্লুত হয়ে পড়েন।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, মনোমালিন্যের জেরে আদালতে যৌতুকের মামলা করেন তালাকপ্রাপ্ত স্ত্রী। বিচারাধীন এ মামলা স্থানীয় সালিশদারগণ ৬ লাখ ৫০ হাজার টাকায় আপস মীমাংসা করেন। স্বামীর পরিবার ইতিমধ্যে সাড়ে ৩ লাখ সালিশদারদের কাছে জমাও দেন। 

গত বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজ উদ্দিনের আদালতে ওই মামলার শুনানী হয়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সালিশদারদের থেকে সাড়ে ৩ লাখ টাকা এনে আদালতে জমা দেন। দেনমোহরের প্রাপ্য টাকা বাদীনীকে বুঝিয়ে দিতে আদালতে আনা হয়। মেয়ের উপর নানা নির্যাতনের বর্ণনা দেন বাবা।

ফেনী বারের আইনজীবীরা আরও জানান, গত দুই মাস আগে ওই গৃহবধু বাচ্চা প্রসব করেন। তখন দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বাচ্চা প্রসবের পরদিন মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়। 

সন্তানকে দেখতে গিয়ে শশুরবাড়ির লোকজনের পিটুনির শিকার হয়ে স্ত্রীকে তালাক দেন স্বামী। একপর্যায়ে আদালতের সিদ্ধান্তে গত বুধবার বিকালে তালাক প্রত্যাহারের পর পরস্পরকে বুকে জড়িয়ে ধরলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.