× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

বরিশাল ব্যুরো

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫০ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইছলাদি টোল প্লাজায় অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

গ্রেফতারকৃতরা হলো- বানারীপাড়া উপজেলার উত্তরফুল গ্রামের মৃত সাত্তার বেপারীর ছেলে মনির বেপারী ও প্রাইভেটকার চালক গাজীপুরের সালদহপাড়ার আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম। 

রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, সড়কপথে মাদকের একটি বড় চালান নগরীতে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে পাঁচটার দিকে ইছলাদি টোল প্লাজায় অবস্থান নেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরবর্তীতে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গাঁজাবহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.