× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিজস্ব অর্থায়নে মোহনপুরকে 'মডেল ইউনিয়ন' বানানোর প্রতিশ্রুতি

চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানের নির্বাচনী উঠান বৈঠক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৯ পিএম । আপডেটঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪ পিএম

রোববার বিকেলে মোহনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মহিলা আওয়ামীলীগের উদ্যােগে উঠান বৈঠকে মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান এই অঙ্গীকার করেন ৷

তিনি বলেন, আমার ডাকে সারা দিয়ে আপনাদের উপস্থিতি  ও ভালোবাসাতে প্রমাণ হয়- আমার এবং আপনাদের জয় নিশ্চিত ইনশাল্লাহ৷ আপনারা আমার পাশে থাকলে কেউ আমাদের জয় ছিনিয়ে নিতে পারবে না৷ আর আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত না হলেও আপনাদের পাশে থেকে মোহনপুরের উন্নয়নে কাজ করে যাব ৷

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, আমরা মোহনপুরে 'মোহনপুর পর্যটন' প্রতিষ্ঠা করেছি এবং এই পর্যটনের কারণে আজ সারা বিশ্ব একনামে মোহনপুরকে চিনে৷ আমরা মোহনপুরকে আরো সুন্দরভাবে সাজাব ইনশাল্লাহ ৷ 
উঠান বৈঠকে মহিলা আ‘লীগের নেতৃবৃন্দ বলেন, আমদের সুখে-দুঃখে সবসময়  কাছে পেয়েছি কাজী মিজানুর রহমানকে। তাই আমরা মোহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে কাজী মিজানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ৷

মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আল- আমিন, সাবেক মেম্বার ও প্রবীণ আ‘লীগ নেতা গোলাম হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা, মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেছমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মূল আয়মা লাইলী, মহিলা নেত্রী মারজিনা বেগম, জেছমিনসহ আরও আনেকে ৷

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.