× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে বাল‍্যবিয়ে ও ইভটিজিংরোধে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ০৫:১৮ এএম

কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে বাল‍্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সভা করে যাচ্ছে হোসেনপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) দিনব্যাপী হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়, পিপলাকান্দি উচ্চ বিদ‍্যালয়, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ‍্যালয়, এসআরডি শামসুদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজ, হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, হোগলাকান্দি উচ্চ বিদ‍্যালয় সহ অন‍্যান‍্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা সম্পন্ন হয়।

এই বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি ইউনিয়নে বাল‍্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিট পুলিশিং এর উদ্যোগে এ ধরনের সচেতনতামূলক সভা অব্যাহত রেখেছে।


Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.