রংপুরের কাউনিয়ায় গাঁজা ও ফেনসিডিলসহ রিপন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া বাসস্টান্ড এলাকায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাউনিয়া বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মহাসড়কে একটি ইজিবাইক তল্লাশি করে রিপন মিয়ার কাছে দুইটি ব্যাগে থাকা ৯ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ জানান, আটক মাদক কারবারি গাঁজা ও ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। এ বিষয়ে একটি নিয়মিত মামলা করা হয়েছে।