× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ০৭:৩৩ এএম

পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এর ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ৯টায় অ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. হুমায়ুন কবির। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম, পৌর মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, গলাচিপা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। 

এ সময় জেলা প্রাথমিকসহ বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

১০০ মি. দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ,বল নিক্ষেপ,ভারসাম্য দৌড়, অংক দৌড়, কবিতা আবৃত্তি,গান,উপস্থিত বক্তৃতা,গল্পবলা, একক অভিনয়,কুইজসহ ১৮টি ইভেন্ট প্রতিযোগিতা জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৩য় শ্রেনী হতে ৫ম শ্রেনীর শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 

বিকালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি-শিক্ষা মো. হুমায়ুন কবির।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.