× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হোসেনপুরে কারাদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ১৯:১৪ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সি আর মামলায় ৫ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামী মো. আবু বক্কর (৩৮) কে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

হোসেনপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু বক্কর সি আর মামলায় ৫ মাসের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামী।গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তাকে রামপুর এলাকা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, অর্থ ঋণের মামলায় আসামি আবু বক্করকে বিজ্ঞ আদালত ৫ মাসের কারাদণ্ড, ১লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় আরো দশ হাজার টাকা জরিমানা করে।তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.