× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিসির নাম ভাঙিয়ে সরকারি জায়গায় মার্কেট নির্মাণ

গোপালগঞ্জ প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ০৯:৩৩ এএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রোঞ্জ মার্কেটের পূর্বপাশে কোটি টাকা মূল্যের সরকারি জায়গায় মার্কেট  নির্মাণের অভিযোগ উঠেছে জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত যুগ্মসাধারণ সম্পাদক, প্রভাবশালী টুলু (লিটন) বাগচি নামের এক ধনাঢ্য ব্যক্তির  বিরুদ্ধে। সে দক্ষিণ জলিরপাড় এলাকার মৃত হল গোবিন্দ (পাখি) বাগচির ছেলে।

এবিষয়ে সরেজমিনে ওই এলাকায় গিয়ে বিপুলসংখ্যক শ্রমিকদের উক্ত নির্মাণাধীন মার্কেটে নির্মাণ কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। কে মার্কেট নির্মাণ করছেন? জানতে চাইলে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত যুগ্মসাধারণ সম্পাদক, প্রভাবশালী টুলু (লিটন) বাগচির নাম বলেন। সে স্থানীয় জলিরপাড় ইউপি চেয়ারম্যান মিহির কান্তি রায়ের ঘনিষ্ঠ লোক হওয়ায় এমনটি করতে পারেন বলে জানান তারা।

 

অভিযুক্ত টুলু (লিটন) বাগচির নিকট সরকারি জায়গায় মার্কেট নির্মাণে প্রশাসনের অনুমতির ব্যাপারে ....৬২৪ নম্বরের মুঠোফোনে জানতে চাইলে তিনি ডিসি সাহেব অনুমতি দিয়েছেন বলে সাংবাদিকদের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে সংযোগটি বিচ্ছিন্ন করেন। 

 

নানা অনিয়মে অভিযুক্ত জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) এস এম রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি মুকসুদপুর ইউএনও অফিসে যাওয়ার দোহাই দিয়ে বিকেলে বিস্তারিত জানাবেন বলে জানান।

 

মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা এবিষয়ে কোন বক্তব্য না দিয়ে ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করতে বলেন।

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু বলেন, এখনই আইনগত ব্যবস্থা নিবো।

 

এদিকে খানিক পরে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাদের প্রতিনিধিকে ধন্যবাদ জানিয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠান। পরে প্রতিনিধি মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহার নিকট আইনগত ব্যবস্থা নিবেন কিনা? জানতে চাইলে তিনি রাগান্বিত স্বরে বলেন, আমরা তো একটি কাজ নিয়ে বসে থাকি না।

 

গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, সরকারি জায়গায় আমার নাম ভাঙিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ আপনার নিকট থেকেই জানতে পেরেছি। এ ধরনের কোন সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

এদিকে বিষয়টি জানাজানি হলে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা উক্ত স্থানে গিয়ে নির্মাণাধীন মার্কেটের ওপরের সারির কিছু অংশ ভেঙে সেখান থেকে ফিরে যান। পুরোটা না ভাঙ্গায় এলাকায় জনসাধারণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.