× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ৭ তলা ভবনে আগুন

বিশেষ প্রতিনিধি

০২ মার্চ ২০২৩, ১০:২১ এএম । আপডেটঃ ০২ মার্চ ২০২৩, ১২:৩৯ পিএম

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকার আমেনা ম্যানশন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাত তলা ভবনের তৃতীয়তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।

ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম সংবাদ সারাবেলাকে জানিয়েছেন, ভবনটির তৃতীয় তলায় দাড়াজ কোম্পানির প্যাকিং অফিস। আগুনে ও-ই অফিসের পণ্যসহ কিছু প্যাকেট, ফাইলপত্র ও কয়েকটি কম্পিউটার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক স্টেশনের ইনচারর মো. আল মাসুদ জানান, ভবনটির তৃতীয় তলায় ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাকের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কেউ হতাহত হয়নি। আগুন লাগার ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে আমেনা ম্যানশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর গোটা এলিফ্যান্ট রোড এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়। আর ভবনটির সামনের এলাকায় প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.