× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ১২:৫৫ পিএম । আপডেটঃ ০৪ মার্চ ২০২৩, ১৪:৫২ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৮ জন। 

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবি সদস্যদের কেউ আহত হয়নি। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং-লোহাগাড়া সীমন্তবর্তী আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে মো. হামিদ (৩২), একই এলাকার দানু মিয়ার ছেলে নজু মিয়া (২৮) ও লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। 

প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া নামের এক ব্যক্তি জানান, সকালে আজিজনগর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা আমিরাবাদ যাচ্ছিল। এ সময় সীমান্তবর্তী এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে বিজিবি সদস্যদের নিয়ে কক্সবাজারগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মারা যায় লেগুনার তিন যাত্রী। আহত হয় আরো ৮ জন। 

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন চৌধুরী বলেন, সকালে লেগুনা ও বিজিবি'র সদস্য ভর্তি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিজিবির সদস্যরা সাতকানিয়া বায়তুল ইজ্জত ক্যাম্প থেকে কক্সবাজার যাচ্ছিলেন। 

দুর্ঘটনায় লেগুনার তিনযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.