সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আব্দুল মমিন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৭টার দিকে নিজের সেচ পাম্প চালাতে মেশিন ঘরে যান আব্দুল মমিন। বেলা ১১টার দিকে খাবার নিয়ে গিয়ে ওই মেশিন ঘরে তাঁকে বিদ্যুতের তার জড়িয়ে মাটিতে পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। পরে স্থানীয় পল্লি চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।