× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, ৫ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ১৮:৪৪ পিএম । আপডেটঃ ০৪ মার্চ ২০২৩, ১৮:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুলপুর এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর কথা জানা গেছে। এছাড়া ১০০ জনের অধিক আহত শ্রমিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অক্সিজেন প্ল্যান্টটিতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটসহ মানবিক সংগঠন গাউছিয়া কমিটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

মানবিক টিম গাউছিয়া কমিটির প্রধান আলী সিদ্দিকী বলেন, এ পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শতাধিক শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।

বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনায় আশপাশের এলাকা কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, এখন পর্যন্ত মেডিকেলে ১০-১৫ জন আসছে। চারজন মারা গেছে। মৃতদেহ জরুরি বিভাগে আছে।

বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ক্যাজুলয়াটি ওয়ার্ডে ভর্তি করেন। তারা হলেন- মো. নূর হোসেন (৩০), মো. আরাফাত (২২), মোতালেব (৫২), ফেনসি (৩০), মো. জসিম উদ্দিন (৪৫), নারায়ণ (৬০), মো. ফোরকান দাদা (৩৫), শাহরিয়ার (২৬), মো. জাহিদ হাসান (২৬)। 

এছাড়া নিহতের মধ্যে শামসুল আলম (৫০) ও অজ্ঞাত পুরুষ (৪০)। নিহত বাকি দুইজনের তথ্য এখনো জানা যায়নি।


আরও পড়ুন

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.