× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই: পরিবেশ মন্ত্রী

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ১৯:২৮ পিএম

বাংলাদেশকে  ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ভালো ভাবে লেখাপড়া করতে হবে। বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষার। শিক্ষা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ব্যবস্থা, স্মার্ট শিক্ষক, স্মার্ট অভিভাবক ও স্মার্ট শিক্ষার্থী প্রয়োজন। শিক্ষা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়।

শনিবার (৪ মার্চ) দুপুর ২টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষিত জনগোষ্ঠীর সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ গঠনের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটি কোটি টাকা ব্যয়ে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন ভবনে নির্মাণ হয়েছে, আরো ভবন নির্মাণ হবে। আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। ইসলাম ধর্মে শিক্ষাকে ফরজ করা হয়েছে। অন্যান্য ধর্মগুলোতে শিক্ষাকে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে। তাই কোমলমতি শিক্ষার্থীরা ভালো ভাবে লেখাপড়া করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরা নজর রাখতে হবে। ভালো ভাবে লেখাপড়া করে শিক্ষিত জাতি গঠন হলে সরকারে শিক্ষা খাতে কোটি কোটি ব্যয় সার্থক হবে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.