× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় টেকনিশিয়ানের গলিত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৩, ১৯:৩৭ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মিঠুন সরকার (২৫) নামের এক টেকনিশিয়ানের ঝুলন্ত গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মিঠুন সরকার মোবাইল ফোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। 

শনিবার (৪ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা  আনছার আলীর ভাড়া বাসা থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। মিঠুন সরকার জয়পুরহাট সদরের পুর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের ছেলে। 

স্থানীয়রা জানান, মিঠুন সরকার মোবাইল ফোন কোম্পানির টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। প্রায় দেড় মাস আগে পৌরসভার ৯নং ওয়ার্ডের একটি বাসার রুম ভাড়া নিয়ে থাকছিলেন। আজ দুপুরের দিকে বাসার মালিক দুর্গন্ধ পায়। এরপর মিঠুনের রুমের দরজা ভিতরে বন্ধ দেখে পুলিশে খবর দেয়। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বলেন, খবর পেয়ে রুমের বন্ধ দরজা ভেঙে মিঠুন সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পঁচন ধরছিল। তার মৃত্যুর রহস্য খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.