× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নানা আয়োজনে নোয়াখালীতে জাতীয় পাট দিবস উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি

০৬ মার্চ ২০২৩, ১২:১৮ পিএম

‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচিতে জাতীয় পাট দিবস উদ্‌যাপিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসনের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পাট অধিদপ্তর নোয়াখালীর মূখ্য পরিদর্শক সমির সওদাগর পাট দিবসের তাৎপর্য উপস্থাপন করেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজিমুল হায়দার বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান, নির্দেশনা ও পরামর্শে পাটখাতকে সমৃদ্ধ করার একটি ধারা সৃষ্টি হয়েছে। পরিবেশবান্ধব পাট জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার গতিকে ত্বরান্বিত করবে।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর কৃষি প্রকৌশলী শারমিনা নাসরিন, সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান, জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদ কর্মীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.