× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জের মহাসড়কে ৩ কলেজছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

০৬ মার্চ ২০২৩, ১৩:১৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মান্নাননগর এলাকায় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলজের ছাত্র সুজন হোসেন এবং একই কলেজের ছাত্র সিয়াম আহমেদ। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম জানান, ওই তিন তরুণ একটি মটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে কোনো একটি গাড়ি পেছন থেকে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধারের পর হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে নিহতের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.