× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে ৮ বছরের শিশু ধর্ষণ

ময়মনসিংহ ব্যুরো

০৬ মার্চ ২০২৩, ১৮:০৪ পিএম

ময়মনসিংহে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে নিজ ঘরে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আলামিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকৃত আলামিন জেলার ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে।

সোমবার (০৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রোববার (০৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ময়মনসিংহ র‌্যাব-১৪’র সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘১ মার্চ দুপুরে ওই শিশু তাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এ সময় আলামিন ওই শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি ভয়ে চিৎকার দিলে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরে ওই শিশু বাড়িতে এসে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়।

এই ঘটনার পর গত ৩ মার্চ ভিক্টিমের বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে রোববার (০৫ মার্চ) মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।’

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.