× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় যক্ষা নিয়ন্ত্রণে সাংবাদিকদের নিয়ে এ্যাডভোকেসী সভা

গাইবান্ধা প্রতিনিধি

০৬ মার্চ ২০২৩, ০৭:১০ এএম

চিকিৎসায় যক্ষা ভালো হয়- এই প্রতিপাদ্যকে সামনে  রেখে যক্ষা নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক যক্ষা রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৬ মার্চ সোমবার সকালে থেকে দিনব্যাপী গাইবান্ধা জেলা পরিষদ মিলায়তনে বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি  নাটাব এর গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুল লতিফ আকন্দের সভাপতিত্বে এ এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধার সিভিল সার্জন ডা: আব্দুল্লাহেল মাফী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বক্ষব্যাধি হাসপাতাল গাইবান্ধার সিভিসি নাজমুল হুদা, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন। 

আরো বক্তব্য রাখেন নাটাব এর ফিল্ড লেভেল স্টাফ কামরুল ইসলাম,প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন,সাবেক কাউন্সিলর আব্দুল কদ্দুস চৌধুরী,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন,গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটি'র সভাপতি আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় বক্তারা, যক্ষা রোধ প্রতিরোধে সমাজে সামাজিক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভূমিকা পালনের আহবান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সংবাদ সারাবেলার গাইবান্ধা জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.