× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোজায় পরীক্ষা দিতে নারাজ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আফসানা মিজান মিমি, গণ বিশ্ববিদ্যালয়

০৬ মার্চ ২০২৩, ২০:৪৩ পিএম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা এপ্রিল-২০২৩ সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষরসহ স্বারকলিপি প্রদান করেছে।

সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে সোমবার (৬ মার্চ) দুপুরে বাদাম তলায় সমবেত হতে থকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

পরবর্তীতে সমবেত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের মুল ফটকে অবস্থান নিলে শিক্ষার্থীদের প্রতিনিধিগণ স্বাক্ষরসহ স্বারকলিপি নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবু হারেজ এর কাছে গেলে তিনি বলেন, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সব হচ্ছে। আর তা সকলের সিধান্তে তৈরি করা হয়েছে। এর বাহিরে কিছু করার এখতিয়ার আমার নাই।

তখন তিনি শিক্ষার্থীদের বুঝাতে ব্যর্থ হলে তাদের নিয়ে উপাচার্যের কক্ষে যান। তখন দীর্ঘ ১ ঘন্টার আলোচনা শেষে উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন শিক্ষার্থীদের দাবিতে এক সপ্তাহ পিছিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলেন।

সেসময় উপাচার্যের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিভাগীয় প্রতিনিধি সহ সকল শিক্ষার্থীদেরকে প্রশাসনিক ভবন থেকে বের হয়ে আসতে দেখা যায়। তাদের মতে ৬ মাসে সেমিস্টার পূর্ন হওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা। নির্ধারিত সময়ের আগেই সেমিস্টার শেষ করতে গিয়ে মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

উল্লেখ্য, গত ৫ মার্চ পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীর মাধ্যমে আগামী ২৯ মার্চ থেকে এপ্রিল-২০২৩ সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.