× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কেরানীগঞ্জে ৭ মার্চের ভাষণের ৫০ হাজার লিফলেট বিতরণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

০৬ মার্চ ২০২৩, ২০:৫১ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের ৫০ হাজার লিফলেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার ইস্পাহানী উচ্চ বিদ্যালয় ও সরকারি ইস্পাহানী কলেজে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় সরকারি ইস্পাহানী কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রিয়াজুর ইসলাম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, জাতির পিতার ভাবনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে। ওই ভাষণে শিক্ষার্থীদের দেশপ্রেম, মা-বাবার প্রতি কর্তব্য এবং ছাত্রজীবনই যে ব্যক্তির পরবর্তী জীবনের প্রস্তুতিপর্ব সেই বিষয়টি বঙ্গবন্ধু তুলে ধরেছেন।

বঙ্গবন্ধুর ভাষণ আমাদের উদ্ধুদ্ধ করে, প্রেরণা জোগায়। বঙ্গবন্ধুর ভাষণ আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে শেখায়। তিনি আরো বলেন, এই ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার বড় শক্তি নয়- অন্য স্বাধীনতাকামীর জন্যও একটি বড় অনুপ্রেরণা।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.