× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পটুয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

১২ মার্চ ২০২৩, ২১:১২ পিএম

পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ, সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান, সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহিদুল ইসলাম, মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুব আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা রানী দাস, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা, জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মো. আবু সাঈদ, ব্লাস্টের সমন্বয়কারী এড. আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান, কাজী সমিতির সভাপতি এ কে এম লোকমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, কোস্ট গার্ডের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

সভার সভাপতিজেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিস্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীদেরকে আন্তরিকতার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করার জন্য আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.