× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিয়ে বাড়িতে ডাকাত দলের হানা, নববধূর গহনা লুট

কক্সবাজার প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ০২:১৭ এএম

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিয়ে বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতদল নববধূর গহনা ও টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়ার ছালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ বাহারছড়া ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মছিউর রহমান।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাহারছড়া হলবনিয়া ছালামের বিয়ে বাড়িতে ডাকাতদল হানা দেয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নববধূর তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে এবং অর্ধলাখ টাকাও নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বিয়ে বাড়িতে ডাকাতি ঘটনা শোনার পর পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.