× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাড়াশে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি

সিরাজগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ০৭:৪৫ এএম

দুই লাখ টাকা চাঁদা না পেয়ে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডল দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না জানতে চেয়ে আগামী ৫ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.