সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাও এলাকায় ট্রাক ও সিএনজিচালিত থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেটগামী ট্রাকটি সুনামগঞ্জ অভিমুখে ছেড়ে আসা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই আরোহী আহত হন।
আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের নাম পরিচয় এখনো সনাক্ত করা যায়নি,
এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে আটককৃত ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছেন।