× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন রিকশাচালক

ফেনী প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ১০:৩৮ এএম

ফেনীতে রিকশায় ফেলে যাওয়া এক লাখ ৮০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন চালক রাশেদ।

সোমবার (১৩ মার্চ) রাতে ফেনী রেজিস্ট্রি অফিসে গিয়ে শপিংব্যাগে রাখা টাকাগুলো বুঝিয়ে দেন তিনি। 

রাশেদ লক্ষ্মীপুর সদর থানার চরমার্টিন এলাকার আবুল কাশেমের ছেলে।

টাকার মালিক মো. ইউসুফ বলেন, বোনের মেয়ের জামাতার বিদেশ যাওয়ার জন্য এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে রিকশাযোগে ফেনী শহরের ইসলামী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম।। টাকার ব্যাগটি ভুলে রিকশায় রেখে ব্যাংকে ঢুকে পড়ি। পরে দেখি টাকার ব্যাগটি নেই। দ্রুত নিচে নেমে দেখি রিকশাচালকও নেই। টাকা হারিয়ে হতবিহ্বল হয়ে পড়ি আমি। এখন ফিরে পেয়ে খুবই আনন্দিত।

রিকশাচালক রাশেদ বলেন, বাসায় যাওয়ার পথে রিকশায় একটা শপিংব্যাগ দেখতে পেয়ে খুলে দেখি অনেকগুলো টাকা। টাকাসহ ব্যাগটি বাসায় নিয়ে হেফাজতে রাখি। একপর্যায়ে টাকার মালিককে খুঁজতে বের হয়ে তাকে পেয়ে যাই। টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরে স্বস্তি পাচ্ছি।

তিনি আরও বলেন, টাকাগুলো মালিকের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। টাকার মালিকও হারানো টাকা ফিরে পেয়ে দারুণ খুশি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.