× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘড়া ইউনিয়নের বেপারি পাড়ার খাল দখল করে বিল্ডিং নির্মাণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ ২০২৩, ১১:০৭ এএম

দখল দূষণে ময়লার ভাগারে পরিণত হয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী বাঘড়া বেপারীপাড়া খাল। খালের বিভিন্ন স্থানে ছোট ছোট বিল্ডিং নির্মাণ ও অনেকাংশে ঘরবাড়ি উত্তোলন করে দখল নিয়েছে খালের পাড়ে বসবাসকারী প্রভাবশালী ব্যক্তিরা। 

বিভিন্ন ছোট ছোট অংশে কেউ কেউ ময়লা ও গরুর খামারের গোবর ও বিষ্ঠা ফেলে স্তুপে পরিণত করেছে। এ স্তুপ থেকে বাতাসের সাথে দুর্বিসহ র্দুগন্ধ চর্তুদিকে ছড়িয়ে পরার ফলে এলাকায় অসুস্থ্য রোগীর সংখ্যা দ্বিগুন হারে বাড়ছে ।  

জানা যায়, উপজেলার বাঘড়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন। দখল দূষণে ও ময়লার ভাগারে আজ এখালটি ময়লার স্তুপে পরিণত হয়েছে। 

সরেজমিনে দিয়ে দেখা গেছে, এখালের বাঘড়া আশ্রয়ণ অংশে বিন্ডিংসহ ঘর উত্তোলন করে দখল নিয়েছে ফেরদৌস, হানিফ, মহিন, মঙ্গল মোল্লা, হালিম, নয়ন, শাহ আলম, ফোরকান, রিপন সহ আরোও অনেকে। স্থানীয়রা জানান খালটি উদ্ধার করা জরুরি।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, উপজেলার খালগুলো উদ্ধারের জন্য ব্যবস্থা নিচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.