× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

করিমগঞ্জে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

১৫ মার্চ ২০২৩, ১৩:২৯ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৪মার্চ সকালে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি এলাকার রাস্তার পাশে ব্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের মরদেহ পড়েছিল। স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় মরদেহগুলো দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে করিমগঞ্জ থানায় নিয়ে যায়। এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.