× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাত পোহালেই রসুলপুর ইউপির উপ-নির্বাচন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

১৫ মার্চ ২০২৩, ১৮:৩৯ পিএম

রাত পোহালেই ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ১৪ মার্চ বিকাল থেকেই প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে।

অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণে ইতোমধ্যে আইনশৃংঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে ওই ওয়ার্ডে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 

প্রাথীরা হলেন- টিউবওয়েল মার্কার রুহুল আমিন, ভ্যানগাড়ী মার্কার ওলিউল্লাহ, মোরগ মার্কার আমির হোসেন, ফুটবল মার্কার জামাল হাওলাদার। 
 
জানা যায়, এর আগে রসুলপুর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল মেম্বার নির্বাচিত হওয়ার কয়েকমাস পর  লিভার জনিত সমস্যায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করায় ইউপি সদস্য পদ শূন্য হওয়ায় ওই ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম  জানান, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেউ কোনো বিশৃংঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.