× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে শ্যালো মেশিন চুরির সময় ৩ চোর আটক

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

১৮ মার্চ ২০২৩, ০৩:১৯ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে শ্যালো মেশিন চুরির সময় ধাওয়া করে তিন চোর কে হাতেনাতে আটক করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার (১৭ মার্চ) রাতে উপজেলার পূর্ব কড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

শনিবার দুপুরে তাদের চুরির মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

আটকরা হলেন, উপজেলার বড়মানিক গ্রামের ইদ্রিস আলীর ছেলে মেহেদী হাসান(২০), রুহুল আমিনের ছেলে শাহানুর ইসলাম(২০) ও একই উপজেলার নন্দইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে রুহুল আমিন(২৫)। এসময় তাদের নিকট থেকে শ্যালো মেশিনের চ্যাচেজ ৭টি, টিউবওয়েল ৩টি, পাইপ ও শ্যালো মেশিন খোলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা ও গ্রামবাসীরা জানায় ,  উপজেলার পুর্ব কড়িয়া গ্রামের মৃত মোকলেছার রহমানের পুত্র ইউনুছ আলীর মাঠের মধ্যে শ্যালো মেশিন ঘরে ঢুকে  চুরি করতে গেলে মেশিনের মালিক টের পেয়ে চুরিতে বাধা দেয়।  এসময় চোরেরা  মেশিন মালিক ইউনুছ আলীকে রড দিয়ে মাথায় আঘাত ও মারপিট করে পালানোর চেষ্টা করে।
 শ্যালো মেশিন চুরি করে চোর পালানোর সময় ইউনুছ আলী চিৎকার করলে গ্রামবাসীরা এগিয়ে আসে এবং ধাওয়া করে তাদের আটক করে।
পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, আটক চোরেরা ইতিপূর্বে বিভিন্ন গ্রামে বেশ কয়েকটা শ্যালো মেশিন চুরি করেছে বলে স্বীকার করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.