× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সার্বজনীন পেনশনের দাবিতে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির পদযাত্রা

নড়াইল প্রতিনিধি

১৮ মার্চ ২০২৩, ০৯:৩২ এএম

কৃষক, শ্রমিকসহ সব ধরণের শ্রমজীবী মানুষকে  ৬০ বছর বয়স পূর্ণ হলে পেনসন দেওয়ার দাবি এবং দ্রব্যমূল্যের উদ্ধগতির বিরুদ্ধে নড়াইল জেলা  ওয়ার্কার্স পার্টি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার উদ্যোগে শর্তবিহিন সর্বজনীন পেনসনের দাবিতে নড়াইল শহরের ৬ কিঃমিঃ সড়ক প্রদক্ষিণ করে।   

এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক  মলয় নন্দীসহ ওয়কার্স পাটির নেতা-কর্মিসহ পদযাত্রা  বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদে পেনসন আইন পাস হলেও সেখানে অনেকগুলি শর্ত যুক্ত হয়েছে। অন‍্যতম প্রধান শর্ত হল পেনসন দাবীদার ব‍্যক্তি (ন‍্যুনতম ১৮ বছর বয়স থেকে)  একটানা দশ বছরসহ ৫০ বছর বয়স পর্যন্ত টাকা জমা দিলে তার বিপরীতে তাকে পেনসন দেয়া হবে। শর্তবিহীন সর্বজনীন পেনসনের দাবিতে এ পদযাত্রা।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.