× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে ৬ হাজার শ্রমিক পেলো ইব্রাহিম এমপির ঈদ উপহার

নোয়াখালী প্রতিনিধি

১৯ মার্চ ২০২৩, ০৯:৪৪ এএম

নোয়াখালীর সোনাইমুড়ী-চাটখিলে ৬ হাজার শ্রমিকের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনাইমুড়ী কলেজ মাঠ ও চাটখিল পিজি স্কুল মাঠে এসব উপহার বিতরণ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি।

জানা যায়, জাতীয় শ্রমিকলীগ সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা শাখার উদ্যোগে  সোনাইমুড়ী কলেজ মাঠ এবং চাটখিল পিজি স্কুল মাঠে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এসময় প্রায় ৬ হাজার শ্রমিকের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে লুঙ্গী শাড়ি বিতরণ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এমপি। এসব ঈদ উপহার পেয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন। 

চাটখিল পৌরসভার ১ নং ওয়ার্ডের কামাল উদ্দিন হাজী বাড়ির মৃত সৈয়দ উল্লাহর ছেলে অটোচালক আমিন উল্লাহ বলেন, শ্রমিক বলে কেউ মূল্য দেয় না। দিন এনে দিন খাই। খুব কষ্টে জীবন যায়। ঈদের আগেই নতুন কাপড় পাইসি। আমারে লুঙ্গী এবং স্ত্রীকে শাড়ি দিসে। ঈদে এমপি সাহেবের নতুন কাপড়ে নামাজ পড়ে দোয়া করুম। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাছিনার জন্য দোয়া করুম।

লিলু নামের এক নারী শ্রমিক বলেন, স্বামী মারা গেছে ৩ বছর আগে। কেউ কোনো সহযোগিতা করে নাই। শ্রমিক হিসেবে নতুন কাপড় কিনার সামর্থ্য নাই। মনের দু:খ কাউকে বলতে পারছিনা। শাড়ী লুঙ্গী পেয়ে খুব উপকার হলো।

সোনাইমুড়ী কলেজ মাঠে ঈদ উপহার নিতে আসেন সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁদপুর এলাকার জহুর চৌধুরী উদ্দিন হাজি বাড়ির মৃত আবদুল মিয়ার ছেলে আবদুল হান্নান। 

তিনি বলেন, বাংলাদেশ জুটমিলের শ্রমিক ছিলাম। চাকরির বয়স নাই তাই বাড়িতে আসছি। চার মেয়ে এক ছেলে নিয়ে আমাদের ৭ জনের সংসার। বাজারে দারোয়ানের চাকরি নিসি। পেটে ভাতে সংসার চলছে। এমপি সাহেব শাড়ি লুঙ্গী দিসে।  খুব খুশী লাগছে। 

একই গ্রামের শাহিন নামের আরেক নারী শ্রমিক বলেন, নারী শ্রমিক বলে সমাজে মূল্যায়ন হয় না। কিন্তু এমপি স্যার তৃণমূল পর্যায়ের নারী শ্রমিকদেরও সম্মান দেখাচ্ছেন। বিশাল অনুষ্ঠান করে ঈদ উপহার দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন। আমাদের কাছে আয়োজন ভালো লেগেছে।

এবিষয়ে এইচ এম ইব্রাহিম এমপি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে শ্রমিকদের গুরুত্ব রয়েছে। দুর্যোগে দু:সময়ে তারা সব সময় মাঠে থাকে। অনেক শ্রমিক আছেন যারা অসহায় জীবনযাপন করেন। আজ আমার সংসদীয় আসনের প্রায় ৬ হাজার মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শাড়ী লুঙ্গী বিতরণ করেছি। 

অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক একেএম মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.