× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনী পৌরসভার বর্তমান পরিষদের ২য় বর্ষ উদযাপন

ফেনী প্রতিনিধি

১৯ মার্চ ২০২৩, ০৯:৪৭ এএম

ফেনী পৌরসভার বর্তমান পরিষদের দায়িত্ব পালনের ২য় বর্ষ উদযাপন উপলক্ষে জমকালো কোন আয়োজন না করে স্থানীয় সবকটি মসজিদের খতিব ও ইমামদের সংবর্ধনা দিয়ে দিনটি পালন  করলেন মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। 

 শনিবার (১৮ মার্চ) পৌর চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ।

পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সভাপতিত্বে এবং কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ও পুলিশ সুপার জাকির হাসান।

 এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আইনুল কবির শামীম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উল হায়দার চৌধুরী সোহেলসহ পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলরগণ।  

অনুষ্ঠানে পৌরসভার ১৮টি ওয়ার্ডের ২২০টি মসজিদের ৫২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া গত দুই বছরে ট্রেড লাইসেন্স, পৌর কর, রেমিট্যান্স প্রেরণকারী, ছাদবাগান, হাফেজ, সেরা বাজার পরিদর্শক কর্মকর্তা, সেরা পঞ্চায়েত কমিটি, সেরা পরিচ্ছন্নতা কর্মী ক্যাটাগরিতে মোট ৯ জনকে পুরষ্কৃত করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.