× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

১৯ মার্চ ২০২৩, ১৩:৪৩ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত যুবক হলেন উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের 'ডি'-৯ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনের ছেলে হাফেজ মাহাবুব (২৭)। ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 জানা যায়,একদল সন্ত্রাসী উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। এর পর তারা ময়নারঘেনা রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের সামনে  হাফেজ মাহবুব এর বুকে দুই রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মাহবুবকে উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উখিয়া হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন।

নিহত হাফেজ মাহবুব ক্যাম্প প্রশাসনকে সহযোগিতা করায় তাকে হত্যা করা হয়েছে বলে রোহিঙ্গা জানান।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক: আবদুল মজিদ

প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । sangbadsarabela26@gmail.com, বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2023 Sangbad Sarabela All Rights Reserved.