কুড়িগ্রামের রৌমারীতে চলতি অর্থ বছরের ২০২২-২০২৩ খরিপ-১ কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭’শ জন কৃষকের মাঝে বিনামূল্যে ধান, পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকাল ১০ টায় রৌমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বর থেকে এসব বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ২ হাজার কৃষককে ৫কেজি করে ধান বীজ, ১০ কেজি ডিএপি রাসায়নিক সার, ১০ কেজি এমওপি ও ১ হাজার ৭ শ’জন কৃষককের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাবুল আকতার, তোফায়েল আহমেদ,সাংবাদিকসহ সুবিধাভোগী কৃষক।