কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বেশির ভাগ সড়কে বাতি জ্বলতে দেখা গেলেও পৌরসভার ৩নং ওয়ার্ড বাটাখালী ব্রীজের পূর্বপাড় মাস্টারপাড়া অন্ধকারচ্ছন্ন। এতে চুরি-ছিনতাই হচ্ছে প্রতিনিয়িত। আবার রাত হলেই ভূতুড়ে এলাকায় পরিণত হচ্ছে এই পৌর এলাকার সড়কটি।
মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শিমুলসহ অনেকে জানান, আমাদের সড়কটি ব্যস্ততম।
কেননা এই সড়ক দিয়ে সহজে পৌর শহরের চিরিংগা এলাকায় যাতায়াত করা যায়। যে কারণে গভীর রাত পর্যন্ত স্থানিয় মানুষ ব্যবহার করছে সড়কটি। উন্নয়নের ভরপুত্র মেয়র আলমগীর চৌধুরী একটু নজর দিলে হয়তো বিদ্যুৎতের আলোতে আলোকিত হবে এই সড়কটি।
জানাগেছে, চকরিয়া হবে দেশের উপ-শহরের একটি। চকরিয়া পৌর সভার উন্নয়ন কাজে জাইকার প্রস্তাবিত ৬২০ কোটি টাকা বরাদ্দ হয়েছে জাতীয় অর্থনৈতি পরিষদ (একনেক) সভায়। অনেকে বলছেন বর্তমান মেয়রের দক্ষতায় ও কাজের পরিধি প্রমাণ করেছেন চকরিয়া বর্তমান সরকারের আমলে উন্নয়নে ভরে দিতে তিনি কাজ করে যাচ্ছেন।
এদিকে ছবির লাল বৃত্তে গোল চিহ্নিত মাস্টার পাড়া মসজিদের একটি বাতি জ্বলে একটু আলোকিত দেখা গেলেও এটি সড়ক নাকি নড়ক। তবে পাশের সড়কটি একেবারে অন্ধকারাচ্ছন্ন সড়কটি বুঝার উপায় নাই।
একই এলাকার নারী-পুরুষ জানান, আমাদের সড়কে দিনে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে। সন্ধ্যা হওয়ার পর হয়ে গেলেই ভূতুড়ে সড়কে পরিণত হচ্ছে। আর গলিতে এক বাড়ি থেকে অন্য বাড়ি অন্ধকারে দেখা যাচ্ছে না।
শীঘ্রই ওই সড়কে বাতি স্থাপন করবে এমনটা প্রত্যাশা স্থানীয়দের।